১। পোস্ট ই-সেন্টার থেকে ২০১৫-২০১৬ অর্থ বছরে ১৯,৭৬৬ জন বিভিন্ন বয়সী প্রশিক্ষণার্থী কম্পিউটারের উপর মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছে; পোস্ট ই-সেন্টার হতে ১৫ দিন হতে ৬ মাস মেয়াদী বিভিন্ন কোর্স চালু আছে এবং প্রশিক্ষণার্থীদেরকে পোস্টাল একাডেমী রাজশাহী হতে সনদপত্র প্রদান করা হয়।
২। ৫৫০০টি পোস্ট ই-সেন্টারে মোবাইল মানি অর্ডার সার্ভিস এবং পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস চালু করা হয়েছে।
৩। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর EGPP প্রকল্পের মাধ্যমে ৯,৯৮৭ জন অতিদরিদ্রদের মাঝে ৮,১১,৫৪,০০০ টাকা ভাতা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
৪। জাতিসংঘের FAO এর অর্থায়নে বন বিভাগের ২,২৫৩ জন সুবিধাভোগিকে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ৪,২০,৯৬,৯৭৫ টাকা ভাতা প্রদান চালু রয়েছে।
৫। ইউএনডিপি’র অর্থায়নে SWAPNO প্রকল্পের মাধ্যমে ২১৬ জনকে সর্বমোট ৪০,৩৪,৮৮০ টাকা পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে প্রদান করা হয়েছে।
৬। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪,৮৭৩ জন বয়স্ক-প্রতিবন্ধী-বিধবাদের মাঝে ১১,৭৮,২০,৮০০ টাকা ভাতা পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে বিতরণ চলমাণন রয়েছে।
৭। স্থানীয় সরকার বিভাগের ISPP-JAWTNO প্রকল্পের আওতায় ৬ লক্ষ হতদরিদ্র গর্ভবতী ও সদ্যোজাত শিশু সন্তানের মায়েদের মাঝে ২,১০০ কোটি টাকা ভাতা প্রদান কর্মসূচি চলমান রয়েছে।
৮। জার্মান রেডক্রস-এর অর্থায়নে ১,৭২২ জন দরিদ্র বন্যাদুর্গত ব্যক্তিদেরকে ২,৩১,৬৩,৩১৩ টাকা ভাতা পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে প্রদান করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS