বাংলাদেশ ডাক বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। বিভিন্ন শ্রেনীর প্রায় ৯৮৮৬ টি ডাকঘরের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ দেশব্যাপী ডাক সেবা প্রদান করে আসছে। উত্তরাঞ্চল, রাজশাহী’র ১৬টি জেলার সমন্বয়ে ডাক বিভাগের উত্তরাঞ্চল, রাজশাহী সার্কেল গঠিত। এই সার্কেলের অধীনে ০১টি সার্কেল অফিস, ০৫টি বিভাগীয় অফিস, ০১টি জেনারেল পোস্ট অফিস, ০৫টি ১ম শ্রেণীর পোস্ট অফিস, ১২টি ২য় শ্রেণীর পোস্ট অফিস, ১০৪ টি উপজেলা পোস্ট অফিস, ০২টি সাব পোস্ট অফিস (এল.এস.জি), ১৪০টি সাব পোস্ট অফিস, ৩৮টি অবিভাগীয় সাব পোস্ট অফিস, ০৩টি বিভাগীয় ব্রাঞ্চ পোস্ট অফিস, ১৮৬৬টি অবিভাগীয় ব্রাঞ্চ পোস্ট অফিস সহ মোট ২১৭৭ টি পোস্ট অফিস রয়েছে।
৫টি বিভাগীয় অফিসের মধ্যে ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, বগুড়া পোস্টাল বিভাগ,বগুড়া। ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় ,বগুড়া অফিসটি বগুড়া জেলা শহরের জলেশ্বরীতলা , জেলখানা মোড়ে অবস্থিত। ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় অফিসটি সংস্থাপনাধীনে
১ম শ্রেণীর পদ ১ টি,
২য় শ্রেণীর পদ শুন্য
৩য় শ্রেণীর পদ ২৪৫ টি,
৪র্থ শ্রেণীর পদ ১০৮ টি সহ
মোট বিভাগীয় পদ ৩৫৪ টি বিদ্যমান। এছাড়া অবিভাগীয় কর্মচারীর সংখ্যা মোট ১১৮৮ জন। বিভাগীয় অফিসটি ডিপিএমজি অর্থাৎ ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় নামে পরিচিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস